Kotodin pore kobita Tarapada Ray : কতদিন পরে – তারাপদ রায়
ফিরে যাওয়া যায়।
হঠাৎ পথে নেমে; জামতলা পার হয়ে
একপাধুলাে আর হাত-ভরা শাপলার ফুল
তােমার দরজায় গিয়ে দাঁড়াতে পারি।
সন্ধ্যাবেলা । রান্নাঘরের ফাঁকে কেরােসিনের কুপি জ্বলছে,
হলুদমাখা হাতে আলগােছে ঘােমটা টেনে
তুমি বললে,
কতদিন পরে এলে।
তখন সারা উঠোন ভরে বাতাবির ফুল ছড়িয়ে আছে !
মাঘের স্তব্ধ হাওয়া
পুকুরের জলে জোনাকির ছায়া।
কত দিনের কত ছবি ।
তবু কি ফেরা যায়।
Subscribe
0 Comments
Oldest