Thik Poem By Manjus Dasgupta ঠিক (কবিতা) – মঞ্জুষ দাশগুপ্ত
খুব উঁচু দিয়ে পাখি উড়ে গেলে পড়ে না মাটিতে ছায়া –
তুমি কি তেমনি দূরে?
গাঢ় ভাবনার মুখগুলি দেখি কাছের তৃণাঙ্কুরে।
উইলাে গাছের উঁচু হয়ে মাপে পাহাড়ী দীর্ঘতাকে –
তুমি কি তেমনি বড়াে?
আমি এইখানে হাড়গােড় ভাঙা সংকোচে জড়ােসড়াে।
যত দূরে থাকো, যত বড়াে পাহাড়, পাখি বা তুমি –
জেনেছ কি সব ঠিক?
আমার হাতেই সুন্দর হলে নিখুঁত অলৌকিক।
Subscribe
0 Comments
Oldest