Joshor sagordari kobita : যশাের: সাগরদাড়ি – পিনাকী ঠাকুর
উদ্বাস্তুদের মতাে মাটি কামড়ে ধরেছি তােমার!
ঢেকেছি সাপের গর্ত, জংলি ঘাস উপড়ে নিয়ে আজ
তােমার মাটিতে তুলছি চালাঘর, কূপ খুঁড়ে খুঁড়ে
বালি আর মিষ্টি জল…
ঢেকেছি সাপের গর্ত, জংলি ঘাস উপড়ে নিয়ে আজ
তােমার মাটিতে তুলছি চালাঘর, কূপ খুঁড়ে খুঁড়ে
বালি আর মিষ্টি জল…
পার্টির বাবুর সঙ্গে বেয়াই পাতিয়ে
যশাের: সাগরদাড়ি’ এ মাটির নামটি রাখলাম !
এরপর বসত উঠবে, নারকেল-সুপারি ঘেরা যশাের কলােনি,
কপােতাক্ষ নদী আনব…
মাটি কামড়ে ধরেছি, ছাড়ব না !
Subscribe
0 Comments
Oldest