Bhubondanga kobita lyrics : ভুবনডাঙা – পিনাকী ঠাকুর
আর কক্ষণও শুনতে পাবে না রবীন্দ্রনাথের গলায়
বর্ষার গান
এই রাত আর ফিরে আসবে না এই অন্ধকারে
তােমার শরীর শুধু আলাে
১৩০০ সালে এরকম ঝড়ের রাতে উচ্ছন্ন হয়েছিল বাংলাদেশ
মৃতদেহের পর মৃতদেহে ভরে গিয়েছিল এই তাে কাছেই
কঙ্কালীতলার মহাশ্মশান
কোনওদিন ফিরে আসবে না স্বাতী নক্ষত্রের জলস্রোত
তুমি বাঁধ ভেঙে দাও
চলতে শুরু করেছে উল্টো দিকে: বাস লরি
মারুতি টাটা-সুমের শব্দ মুছে গিয়ে
ভুবনডাঙার মাঠে ওই শুনতে পাচ্ছ
পাল্কির গান?
আজ স্বপ্ন আমার গলা টিপে ধরেছে
বিছানার চাদর ছিড়ে ফেলছি
ঘুসি মেরে ফাটিয়ে দিচ্ছি দেওয়াল
আর কক্ষণও এই রাত ফিরে আসবে না, তুমি এসাে!
Subscribe
0 Comments
Oldest