Ekhon juddho prithibir songe এখন যুদ্ধ পৃথিবীর সঙ্গে – বুদ্ধদেব বসু
এখন যুদ্ধ পৃথিবীর সঙ্গে, এই পৃথিবীর।
একদিকে আমি, অন্যদিকে তােমার চোখ স্তব্ধ, নিবিড়;
মাঝখানে আঁকাবাঁকা ঘাের-লাগা রাস্তা এই পৃথিবীর।
আর এই পৃথিবীর মানুষ তাদের হাত বাড়িয়ে
লাল রেখা আঁকতে চায়, তােমার থেকে আমাকে ছাড়িয়ে
জীবন্ত, বিষাক্ত সাপের মত তাদের হাত বাড়িয়ে।
আমার চোখের সামনে স্বর্গের স্বপ্নের মত দোলে
তােমার দুই বুক; কল্পনার গ্রন্থির মত খােলে
তােমার চুল আমার বুকের উপর; ঝড়ের পাখির মত দোলে
আমার হৃৎপিণ্ড; আমরা ভয় করবাে কাকে?
আমরা তো জানি কী আছে এই রাস্তার এর পরের বাঁকে-
সে তাে তুমি-তুমি আর আমি ; আর কা’কে
আমরা দেখতে পাব? আমার চোখে তােমার দুই বুক
স্বর্গের স্বপ্নের মত; তােমার বুকের উপব উত্তপ্ত, উৎসুক
আমার হাতের স্পর্শ; কূল ছাপিয়ে ওঠে তােমার দুই বুক
আমার হাতের স্পর্শে, যেন কোনাে অন্ধ অদৃশ্য নদীর
খরস্রোত; তার মধ্যে এই সমস্ত দুরন্ত পৃথিবীর
চিহ্ন মুছে যায় ; শুধু এই বিশাল অন্ধকার নদীর
তীব্র আবর্ত্ত, যেখানে আমরা জয়ী, আমরা এক, আমি
আর তুমি-কী মধুর, কী অপরূপ-মধুর এই কথা-
তুমি-তুমি আর আমি।