Upolobdhi kobita by Alok Sarkar উপলব্ধি – আলোক সরকার
গাছে, গাছের শীতলতায়।
উপরে তুমি এসাে না আর সম্মানিত পাখি।
কী সুন্দর তোমার বুক যেন দিঘল হাওয়ায়
ছড়িয়ে দেওয়া পাপড়ি তার খুশির লাল আবির।
আর তােমার বাঁশির মতো ঠোঁটের –
ঠোঁটই এক বাঁশি যেন যখন তােমার সঙ্গীতের স্থির
আমন্ত্রণ আকাশ তার দু-হাতে বাঁধে রাখী
আমি দেখি তােমার স্বপ্ন যেন মুখর অসীম ক্ষমতা।
তােমার সেই স্বপ্ন তাকে নদীর এই তীরের
গাছের উপর কখনাে এনাে না।
নদী যদিও শীতলতা কিন্তু রৌদ্র যেন প্রবল ভয়ের
আর হাওয়ার অবিবেকী স্বেচ্ছাচার।
তােমার রঙ হারিয়ে যাবে সম্মানিত পাখি
জলের নিচে তুমি গভীর থাকো।
উপরে নেই ভালােবাসা-ভালােবাসাও নিয়মী ব্যবহার
জলের নিচে তােমার ঘরের ছবি আঁকো
জলের নিচের আকাশ তার দু-হাতে বাঁধাে রাখী।
জলের নিচের গাছের
সহজ প্রেমিক অবকাশে তুমি পাবে
প্রবাহিত সুস্থ সম্ভার।