Chumbon kobita lyrics : চুম্বন – সৃজা ঘোষ
নরমালঃ যাকে আর মনে পড়েনা,
বেয়াদব বুকে এখন সে বিবস্ত্র-
বসন্ত পুড়ে গেছে দশ মাস হল…
ফাগুন-পিঠে এখনো স্পর্শের স্তূপ।
মরতে মরতে চিবুক ভুলেছে আভ্যন্তরীণ
নদীটার গল্প…
দেহখন্ড নিয়ে লালায়িত লোফালুফি তাই, যেমন
শব্দহীন আলাপচারিতায় আর বিবর্ণ
বিপ্লবে বোবা হতে গিয়ে,
আমরা প্রত্যেকে এক একটা নির্মোহ
চুম্বন-অনুসারী।
স্মুচঃ এক গোলার্ধে দ্বৈত রাজনীতি…
এখানে বিস্তর খেলা চলে।
চক্রান্ত আর চক্রীর চকাস শব্দে শেকল শিথিল।
টেনে নেবার নেশায়
প্রান্তে টহলদারী ১৪৪
সীমান্তবর্তী দলাদলি বাকি রেখেই
গোলার্ধ গিলে খায় ব্ল্যাক হোল।
ফ্রেঞ্চঃ চুম্বনেও সাপ সাপ খেলা।
দেয়া নেওয়ায় নিরন্তর মই ভাঙা হিসেব…
রাতের গহ্বরে
জিভ কিম্বা জিভের মত জীবন্ত লাশ
ঠান্ডা। অনুগত তবু আশ্রয়হীন উলট-
পুরাণ এমন খেলায় কেবল দুধে-ভাতে-
প্রেম ।
Subscribe
0 Comments
Oldest