Uro Chithi poem Dibyendu Palit উড়াে চিঠি কবিতা – দিব্যেন্দু পালিত
আসবেই –
একদিন না একদিন –
ঘুমচোখ কচলে নিয়ে দেখবে হঠাৎ
সােনালি রােদ্দুর থেকে উড়ে এসে
পড়েছে মেঝেয়!
হতে পারে দুঃখ তার সর্বাঙ্গে জড়ানাে
হতে পারে শােক –
বিদ্ধ করার আগে ঘাতকের অকম্পিত ছুরি।
হতে পারে সুখ এক
কাপাস তুলাের ঢঙে – এলােমেলাে –
আনন্দের ব্যাখ্যা নেই কোনাে ।
যদি দুঃখ হয় তাকে একা রেখাে বুকে।
যদি সুখ হয় তার সুগন্ধ ছড়িয়ে দিও -যেন
বেড়াতে এসেছাে একা ভােরবেলা অচেনা বাগানে।
শুধু অনুভব কোরাে।
যে পাঠালাে তার কথা জিজ্ঞেস কোরাে না।
Subscribe
0 Comments
Oldest