Kolonko ami kajoler lyrics কলঙ্ক, আমি কাজলের – জয় গােস্বামী
কলঙ্ক, আমি কাজলের ঘরে থাকি
কাজল আমাকে বলে সমস্ত কথা
কলঙ্ক, আমি চোট লেগে যাওয়া পাখি-
বুঝি না অবৈধতা।
কলঙ্ক, আমি বন্ধুর বিশ্বাসে
রাখি একমুঠো ছাই,নিরুপায় ছাই
আমি অন্যের নিঃশ্বাস চুরি ক’রে
সে-নিঃশ্বাসে কি নিজেকে বাঁচাতে চাই?
কলঙ্ক, আমি রামধনু জুড়ে
দিন কাটাতাম, তাই রাত কাটত না
আজ দিন রাত একাকার মিশে গিয়ে
চিরজ্বলন্ত সােনা
কলঙ্ক, তুমি প্রদীপ দেখেছ? আর প্রদীপের বাটি?
জানাে টলটল করে সে আমার বন্ধুর দুই চোখে?
আমি ও কাজল সন্তান তার, বন্ধুরা জল মাটি
ফিরেও দেখি না পথে পড়ে থাকা
বৈধ অবৈধকে-
যে যার মতন রােদবৃষ্টিতে হাঁটি…
Subscribe
0 Comments
Oldest