Nirjon Kobita Lyrics Mandacranta Sen : নির্জন – মন্দাক্রান্তা সেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
সে নিছক জল আর জল
কতকাল ভাল লাগে এমন অতল।
হঠাৎ নতুন করে একা একা বােধ হল আজ
আঁকলাম কাঠের জাহাজ।

জাহাজে মাস্তুল ছিল কি না
মনে করে বলতে পারছি না
বােধহয় ছিল না ভাল জাহাজের যা যা থাকে সব
শুধু একটা হীন অবয়ব।

চারদিকে জল শুধু জল
দিগ্ভ্রম হচ্ছেই কেবল;
আকাশেও অন্ধকার, তারাদের দোকানপসার।
জমেনি তেমন করে, মেঘের ছাউনিমাত্র সার।

কাঠের জাহাজ ডুবে যাবে
ডুবােজাহাজের স্মৃতি তােমাকে কাঁদাবে?
অন্ধকারে হয়ে ছিলে পর
কালকে তুমিও হবে পরিত্যক্ত ভাঙা বাতিঘর।

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Abhijit
Abhijit
3 years ago

তাৎপর্যপূর্ণ লেখা

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।