Putul vanga poem lyrics পুতুল ভাঙ্গা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Putul vanga poem lyrics পুতুল ভাঙ্গা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর

 

‘ সাত – আটটে সাতাশ ‘, আমি

বলেছিলাম বলে

গুরুমশায় আমার ‘পরে

উঠল রাগে জ্বলে ।

মা গো , তুমি পাঁচ পয়সায়

এবার রথের দিনে

সেই যে রঙিন পুতুলখানি

আপনি দিলে কিনে

খাতার নিচে ছিল ঢাকা ;

দেখালে এক ছেলে ,

গুরুমশায় রেগেমেগে

ভেঙে দিলেন ফেলে ।

বললেন , ‘ তোর দিনরাত্তির

কেবল যত খেলা ।

একটুও তোর মন বসে না

পড়াশুনার বেলা! ‘

 

মা গো , আমি জানাই কাকে ?

ওঁর কি গুরু আছে ?

আমি যদি নালিশ করি

এক্‌খনি তাঁর কাছে ?

কোনোরকম খেলার পুতুল

নেই কি , মা , ওঁর ঘরে

সত্যি কি ওঁর একটুও মন

নেই পুতুলের ‘পরে ?

সকাল – সাঁজে তাদের নিয়ে

করতে গিয়ে খেলা

কোনো পড়ায় করেন নি কি

কোনোরকম হেলা ?

ওঁর যদি সেই পুতুল নিয়ে

ভাঙেন কেহ রাগে ,

বল দেখি মা , ওঁর মনে তা

কেমনতরো লাগে ?

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।