Bosonto kobita lyrics : বসন্ত – মন্দাক্রান্তা সেন
আজ বসন্তে কৃষ্ণচূড়ায়,
বিদ্রোহ তার কেতন উড়ায়
পথে পথে যত পড়ে থাকা লাশ
শিমুল পলাশ শিমুল পলাশ
বিদ্রোহ তার পাপড়ি কুড়ায়
এই বসন্তে কৃষ্ণচূড়ায়
বিদ্রোহ তার কেতন উড়ায়
পথে পথে যত পড়ে থাকা লাশ
শিমুল পলাশ শিমুল পলাশ
বিদ্রোহ তার পাপড়ি কুড়ায়
এই বসন্তে কৃষ্ণচূড়ায়
রক্ত রক্ত বলোনা তুমি কার
হে সংগ্রামের শহিদ আমার
তােমার যুদ্ধ আমাকে পুড়ায়
আজ রক্তিম কৃষ্ণচূড়ায়
ওহে বসন্ত ওহে বসন্ত
মৃত্যু আজকে কী প্রাণবন্ত
হাতে রেখে হাত হৃদয় জুড়ায়
এই বসন্তে কৃষ্ণচূড়ায় …
Subscribe
0 Comments
Oldest