Chithi kobita Manjus Dasgupta : চিঠি – মঞ্জুষ দাশগুপ্ত
সিন্ধু সভ্যতার মত চিঠি তুমি পুরাতন হয়ে গেছ কত…
ঠাঠা রোদ্দুরের মধ্যে মফঃস্বলী কিশোরের অপেক্ষার চোখ
কখন হারিয়ে গেছে
এস টি ডি আই এস ডি বুথে
এমনকি পি সি ও-র কাচের ওধারে
কথা বিনিময় হয়
মোড়ে মোড়ে ফ্যাক্সের কিওস্কে দাঁড়িয়ে
কী দ্রুত সিদ্ধান্ত সমাপন
নীলখাম ছবি আঁকা পাতা
ভাঙাচোরা হৃদয়ের ভুল বানানেরা
আর কোনোদিন তুমি মধ্যবিত্ত মধ্যরাতে জানালার ধারে
আমাকে বসিয়ে রেখে
ঘুমশব্দ কুচি কুচি করে
পারবে কি হাওয়ায় উড়িয়ে দিতে…
সিন্ধু সভ্যতার মত চিঠি তুমি পুরাতন হয়ে গেছ কত…
Subscribe
0 Comments
Oldest