Otoprot Kobita Falgu Basu : ওতপ্রোত – ফল্গু বসু
আমাদের সহায়তা লুঠ হবার সময়
আমরা দৃশ্যের ভেতরে ছিলাম। আহত মেঘ, বিধ্বস্ত বালিকাগণ
ইচ্ছে থাকলেও রুখে দাঁড়াবার জো ছিল না, ত্রাস
পাঠাচ্ছিল হাওয়া; উপদ্রব বুঝবার আগেই
আমি আমাদের থেকে আলাদা হলাম
পুনরায় আমাদের দিবস রজনী চলছে, নিরাসক্ত
কেউ কারো মুখের দিকে তাকাতে অপারগ আমরা।
Subscribe
0 Comments
Oldest