Ei muhurter kobita : এই মুহুর্তের কবিতা – প্রণবেন্দু দাশগুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

কেউ আসে, কেউ আর ফিরেও আসে না।
            কাঁটা বাবলার গাছে ফুল ফুটে আছে ।
একটা এরোপ্লেন শুধু একদৌড়ে মেঘ পার হল ।
           তুমি কি তৈরি করতে পারবে এখুনি?
ভিতর-বাহির সব জড়ো করে শাঁখে ফুঁ দাও ।
          খেলা শুরু করো ।
কেউ আসে, কেউ আর ফিরেও আসে না।
         দ্যাখো, সমস্ত পৃথিবী পড়ে আছে ।।


Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।