Bibahobarshiki kobita lyrics : বিবাহবার্ষিকী – শ্যামল সিংহ
মেঘ যুবককে ছুঁয়েই
ছুঁয়েছিল যুবতীকে
প্রতি বছর যুবক – যুবতী মেঘ পূজা করে
পূজার রাত চলে যায় হাঁসেদের দখলে
সারারাত প্রদীপের মতো অজস্র হাঁস
ভেসে যায়
দূর থেকে দূরে
যুবকের কোমরের বেল্টে টোকা দেয় যুবতী
বেল্ট থেকে পাতা পড়ে
এভাবেই শুরু হয় বিবাহবার্ষিকী
Subscribe
0 Comments
Oldest