Bijoyini kobita lyrics : বিজয়িনী – মঞ্জুষ দাশগুপ্ত
রক্তাক্ত করেছে মেয়ে শঙ্খসাদা আমার হৃদয়
কেড়ে নিল তপস্যার গিনিগলা সোনালী সময়
জ্বেলে দিল দীপ্তদীপ- সে আগুনে সব কিছু ছাই,
তবু হায় শক্তি নেই তাকে ছেড়ে সূদূরে পালাই।
সর্বনাশ আঁকা ছিল কেশবতী মেয়েটির চুলে
সর্বনাশ লেখা ছিল তার চোখে : ঢেউ তুলে তুলে
আমা সমুদ্রমন তার কাছে করে সমর্পন
অনেক প্রবাল মুক্তো : রুপবতী হাসছে এখন।
সূর্য-প্রনাম করা হোলো না আমার এ সকালে
চেয়ে থাকি চোখ তুলে রক্তছোপ শিরীষের ডালে।
Subscribe
0 Comments
Oldest