Joto durei jay kobita lyrics : যত দূরেই যাই – সুভাষ মুখোপাধ্যায়
আমি যত দূরেই যাই
আমার সংগে যায়
ঢেউয়ের মালা-গাঁথা
এক নদীর নাম –
আমার সংগে যায়
ঢেউয়ের মালা-গাঁথা
এক নদীর নাম –
আমি যত দূরেই যাই।
আমার চোখের পাতায় লেগে থাকে
নিকোনো উঠোনে
সারি সারি
লক্ষ্মীর পা
আমি যত দূরেই যাই।
Subscribe
0 Comments
Oldest