Aguner sikor amar valobasa : আগুনের শিকড়, আমার ভালোবাসা – কমলেশ সেন
তুমি তো জানো এই মুহূর্তে
আমার দু’ চরণের নীচে কেমন মাটির মতো পড়ে আছে ।
আমার বুকের ওপর আঙুল ঠুকে বলতে পারি
সূর্যাস্তের পর পৃথিবী তার ভোল পালটাবে
বাদাম গাছে ঝুনঝুন করে বেজে উঠবে রাত্রির বাতাস ।
তুমি দক্ষিণ হাত আমার দিকে প্রসারিত করে তুলে দেবে
একটুকরো জ্বলন্ত অঙ্গার ।
মাটির নীচে অঙ্গার পুঁতে দিয়ে
আমি আগুনের বৃক্ষ পল্লব চাই না ।
এই নাও আমার ব্যথা ভালোবাসা
অনেক দুঃখে এতোদিন তোমার জন্যে রেখে দিয়েছি ।
কাল ভোরে তুমি মাটির দিকে চেয়ে
এই মুহূর্তকে তুলে নিও ।
তোমার বুক থেকে পেটের দিকে নামছে
আগুনের শিকড় ।
আমার ভালোবাসা ।
Subscribe
0 Comments
Oldest