Jeno vorer sornokuntol kobita : যেন ভোরের স্বর্ণকুন্তল – কমলেশ সেন
ভোর,
একহাঁটু রোদ্দুরে ঝনাৎ ঝনাৎ শব্দ তুলে
আমি ঘরে ঢুকলাম ।
বব্ধুবরের চোখে
জামার কলারে
অবিন্যস্ত চুলে
তখনও বরফের কুচির মতো নরম ঘুম ।
সামনে টেবিলের ওপর খোলা পড়ে আছে
গত রাত্রে পড়তে পড়তে হঠাৎ রেখে-যাওয়া
মীর তকী মীরের কবিতার বই ।
আমি বেমালুম নিজেকে চেপে যাই
কী জন্যে
এ-ভোর-ভোর এসেছি ।
এক চামচ চিনি
হালকা চায়ের সঙ্গে মিশোতে মিশোতে
বলি :
আজ সন্ধ্যায় আবার আসব ।
একহাঁটু রোদ্দুরে ঝনাৎ ঝনাৎ শব্দ তুলে
আমি যেমন ভাবে ঘরে ঢুকেছিলাম
তেমনিভাবে বেরিয়ে গেলাম ।
টেবিলের ওপর খোলা
মীর তকী মীরের কবিতার বইয়ের পাতা
রৌদ্রে
কী ভীষণ ভিজে যাচ্ছে ।
যেন ভোরের স্বর্ণকুন্তল ।
Subscribe
0 Comments
Oldest