Ekti narir buker vetor khujechi : একটি নারীর বুকের ভেতর খুঁজেছি – কমলেশ সেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তুমিই আমাকে বলেছিলে
এমনিভাবে জোর করে ভালবাসতে হয় ।

জোর করতে না পারলে
কোনো দিনই ভালোবাসা
আহত বাঘের মতন তেমন গর্জে উঠতে পারে না ।

ভালোবাসার শৌর্য বলতে
কোনো সত্যিকারের মানুষ
কোনোদিনই মানুষের পোশাক-আশাক বোঝেনি ‌।

আমি জানি
বুকের গভীর ঐশ্বর্যে লুকিয়ে থাকে
বাঘের অনন্ত যৌবন এবং লাবণ্য ।

খিদের সাথে
আমি ভালোবাসাকে তাই কোনোদিন মেলাতে চাইনি ।

একটা শহর
বা একজন নারীর যে অদম্য ভালোবাসা
তারও একটা নিজস্ব রূপ
আদল
এবং সাহস আছে ।

সাহস না থাকলে
যেমন শহর এবং নারীর রূপ পালটে যায়,
ঠিক তেমনি পালটে যায় ভালোবাসার সহজ বিশ্বাস ।

ভালোবাসার জন্যে
আমি চিরদিনই নারীর বুকের ভেতর
ঝড় এবং তাণ্ডবের ঐশ্বর্য খুঁজেছি ।
স্বপ্নের মতো আমার বুকের ব্যথার মধ্যে
জেগে ওঠে গোলাপ কাঁটা

আমি পকেট ভর্তি
জল
এবং আকাশ নিয়ে
কোথায় কোথায় না ঘুরে বেড়াই ।

আমার অদ্ভুত
একরোখা তর্জনী বেয়ে
টুপটুপ বৃষ্টির ফোঁটার মতো পড়ে
রক্ত
ব্যথা
না, এসব কিছুই না,
পাতালপুরীর
জল
আকাশ
না, এসব কিছুই না ।

ভালোবাসা হে, ভালোবাসা ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।