Bengali Poetry Tomar Mukh : তোমার মুখ – বীরেন্দ্র চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
আমার হাতের ওপর তােমার মুখটি
 তুলে ধরলাম –
 দেখলাম, আবেগে বােজা তােমার চোখ।
দেখা হল না।
কতবার বললাম তােমার কানে, 
কানে কানে –
দেখলাম রক্তলাজে ফিরিয়ে নেওয়া তােমার চোখ ! 
দেখা হল না।
তােমার খোঁপা দিলাম খুলে,
 জড়িয়ে নিলাম আমার মুখে, চোখে, বুকে –
দেখলাম, পরমসুখে দু’হাতে ঢাকা তােমার চোখ..
 দেখা হল না।
যাবার সময় 
পার হয়ে যাচ্ছিলাম
 একটি দুটি ক’রে সবকটি সিঁড়ি…
 হঠাৎ ফিরে তাকালাম …
 দেখলাম, চোখের জলে ভেজা তােমার চোখ !
দেখা হল না।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।