Rasta karo ekar noy kobita lyrics রাস্তা কারও একার নয় কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Kobita Lyrics, Rasta karo ekar noy written by Birendra Chattopardhyay বাংলা কবিতা, রাস্তা কারও একার নয় লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়

 

ধর্ম যখন বিজ্ঞানকে বলে ‘রাস্তা ছাড়ো!’ বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় ?

 

পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন

একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই ;

তাঁকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার

চোখের পাতা বাতাসেও নড়তো না।

 

বিজ্ঞান কি তখন থেমে ছিল ? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল

চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে, সূর্যকে

তার চারদিকে ওঠবোস করাতে ?

 

ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন

রাস্তা নিয়ে কারও সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারও

একার নয়।

 

বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়, যার স্পর্ধা আকাশ

ছুঁয়ে যায়।

 

বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর

রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়,

আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ

আদেশ শোনা যায় : ‘রাস্তা ছাড়ো! নইলে—’

 

পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন

এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়।

 

তারপর যার যেদিকে রাস্তা, সেদিকে মুখ করেই তারা সামনে,

আরও সামনের দিকে এগিয়ে যায়।

 

কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না, যতদিন এই পৃথিবীতে গান থাকে,

গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে . . .

 

Rasta karo ekar noy kobita lyrics রাস্তা কারও একার নয়

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।