Obinoy kobita Rabindranath Tagore অবিনয় – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

            হে নিরুপমা ,
চপলতা আজ যদি কিছু ঘটে
করিয়ো ক্ষমা ।
এল আষাঢ়ের প্রথম দিবস ,
বনরাজি আজি ব্যাকুল বিবশ ,
বকুলবীথিকা মুকুলে মত্ত
কানন -‘ পরে –
নবকদম্ব মদিরগন্ধে
আকুল করে ।

হে নিরুপমা ,
আঁখি যদি আজ করে অপরাধ
করিয়ো ক্ষমা ।
হেরো আকাশের দূর কোণে কোণে
বিজুলি চমকি উঠে খনে খনে ,
বাতায়নে তব দ্রুত কৌতুকে
মারিছে উঁকি –
বাতাস করিছে দুরন্তপনা
ঘরেতে ঢুকি ।

হে নিরুপমা ,
গানে যদি লাগে বিহ্বল তান
করিয়ো ক্ষমা ।
ঝরঝর ধারা আজি উতরোল ,
নদীকূলে – কূলে উঠে কল্লোল ,
বনে বনে গাহে মর্মরস্বরে
নবীন পাতা –
সজল পবন দিশে দিশে তুলে
বাদলগাথা ।

হে নিরুপমা ,
আজিকে আচারে ত্রুটি হতে পারে ,
করিয়ো ক্ষমা ।
দিবালোকহারা সংসারে আজ
কোনোখানে কার ও নাহি কোনো কাজ ,
জনহীন পথ ধেনুহীন মাঠ
যেন সে আঁকা –
বর্ষণঘন শীতল আঁধারে
জগৎ ঢাকা ।

হে নিরুপমা ,
চপলতা আজি যদি ঘটে তবে
করিয়ো ক্ষমা ।
তোমার দুখানি কালো আঁখি -‘ পরে
শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে ,
ঘন কালো তব কুঞ্চিত কেশে
যূথীর মালা ।
তোমারি ললাটে নববরষার
বরণডালা ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।