Uran kobita lyrics Kedar Bhaduri : উড়ান – কেদার ভাদুড়ী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
পাখি,      গান গায় ।

পাখি,      গান গায় না ।

এ কিরকম হলো?

একবার বললেন, পাখ গান গায়।

আবার বললেন, গান গায় না ।

প্রথমটায় হ্রস্ব ই

দ্বিতীয়টায় দীর্ঘ ঈ, লক্ষ্য করেছো?

দীর্ঘ ঈ গান গায় না, মেয়ে পাখী কিনা, তাই ।

তবে সে কী করে? কী করে?

বাসা বাঁধে, ডিম পাড়ে , বসে থাকে,

তা দেয়, পরে বাচ্চা হলে,

মেয়ে  পাখীই কি,

ছেলে পাখীই কি,

উড়ান শেখায় ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।