Khama kobita Amitabh Gupta : ক্ষমা – অমিতাভ গুপ্ত
সমস্ত সাম্রাজ্যবােধ ঝরে গেলে ঊষার উদিত সেই
সম্রাজ্ঞীর কথা মনে পড়ে
সূর্যাস্তের মতাে তার অধরদু’টিকে মনে পড়ে
রাত্রির স্তব্ধতা নিয়ে দু’টি হাত – তাও মনে পড়ে
ছায়াপথে ছায়াপথে ভেসে যাওয়া দৃষ্টির নিঃস্বতা আর নক্ষত্রের বেদি দীর্ণ ক’রে
চলে যাওয়া ঋজুক্ষিপ্র পায়ের নূপুর মনে পড়ে
গভীর ভ্রমরভরা আরেকটি ভাের, তারপর, আমারই উদ্দেশে
পাঠাল সে – যখন সাম্রাজ্য নেই জানা ও অজানা নেই
সম্রাজ্ঞীও নেই
একটি ক্ষমার মতাে হিরন্ময় মুকুটের দোলাচল শুধু পড়ে আছে
Subscribe
0 Comments
Oldest