Sei mlan kobita Alok Sarkar : সেই ম্লান – আলোক সরকার
কলহ পারস্পরিক – তুমি প্রতিবাদী আর আমি সমর্থক।
সেই ভােরবেলা
তুমি নীল ভালাে বলেছিলে আমি কোন বর্ণকেই চুড়ান্ত ভাবিনি।
তুমি সমর্থক ছিলে সেইদিন, আমি প্রতিবাদী আর সেই মুহূর্তেই
উদাস বিষাদ এক ব্যাপ্ত হলাে, হবে জানতুম। এইরকম অভিজ্ঞতা
বারবার অমােঘ নিশ্চিন্ত তবু তুমি প্রতিবাদী আজ, আমি সমর্থক
সবকিছু স্বাভাবিক – উদাস বিষাদ এক ব্যপ্ত হলাে।
আমাদের প্রতিবাদ আমাদের অবসাদই, শূন্য অন্বেষার প্রতিক্রিয়া।
আমাদের সমর্থনও প্রতিবাদ – প্রতিবাদসকলের নিয়মনিরুদ্ধ প্রতিক্রিয়া।
মাঝে-মাঝে শুধু মনে-হওয়া সেই ম্লান অগম নিশ্চিত দিলাে উকি –
চৈতন্যের অন্তর্লীন অবগাঢ় শিউলিতলায় আছে? পাহাড়চূড়ায় ?
রক্তের ভিতরে জুলে শিখা
আমি আরাে সমর্থন করি তুমি প্রতিবাদ আর সেই মুহূর্তেই
উদাস বিষাদ এক ব্যপ্ত হয় – যাবতীয় খাদ্যবস্তু দুরে রাখি
কারুকাজ করা।
ফুলদানি।
সেই ভােরবেলা
তুমি নীল ভালাে বলেছিলে আমি কোন বর্ণকেই চুড়ান্ত ভাবিনি।
তুমি সমর্থক ছিলে সেইদিন, আমি প্রতিবাদী আর সেই মুহূর্তেই
উদাস বিষাদ এক ব্যাপ্ত হলাে, হবে জানতুম। এইরকম অভিজ্ঞতা
বারবার অমােঘ নিশ্চিন্ত তবু তুমি প্রতিবাদী আজ, আমি সমর্থক
সবকিছু স্বাভাবিক – উদাস বিষাদ এক ব্যপ্ত হলাে।
আমাদের প্রতিবাদ আমাদের অবসাদই, শূন্য অন্বেষার প্রতিক্রিয়া।
আমাদের সমর্থনও প্রতিবাদ – প্রতিবাদসকলের নিয়মনিরুদ্ধ প্রতিক্রিয়া।
মাঝে-মাঝে শুধু মনে-হওয়া সেই ম্লান অগম নিশ্চিত দিলাে উকি –
চৈতন্যের অন্তর্লীন অবগাঢ় শিউলিতলায় আছে? পাহাড়চূড়ায় ?
রক্তের ভিতরে জুলে শিখা
আমি আরাে সমর্থন করি তুমি প্রতিবাদ আর সেই মুহূর্তেই
উদাস বিষাদ এক ব্যপ্ত হয় – যাবতীয় খাদ্যবস্তু দুরে রাখি
কারুকাজ করা।
ফুলদানি।
Subscribe
0 Comments
Oldest