Jotirmoy kobita Alok Sarkar : জ্যোতির্ময় – আলোক সরকার
আজকাল মেয়েরা অনেক ফুল কেনে। মেয়েরা অনেক ফুল
খোঁপায় সাজায়। কিন্তু খোঁপা থেকে ফুল তুলে নিয়ে
কার হাতে দেয় তারা? কবে দেয়? সেই অপার্থিব
আবহমানের স্থির জ্যোতির্ময় কোথায় কেমন করে ঘটে?
এই সব কথা যবে ভাবি, মনে হয়
চারিদিক ছেয়ে খুব বৃষ্টি খুব কুয়াশা নেমেছে।
বৃষ্টির ভিতরে সেই ম্লান বাড়ি, সেইখানে অস্পষ্ট আলোয়
হাজার হাজার মুখ, সকলেরই অভিষেক,সকলেই সোনার মুকুট
মাথায়, হীরার জামা বুকে নিয়ে আনন্দ সুরের কোলাহল।
আজকাল মেয়েরা সুন্দর করে সাজ করে। সাজ করে বিকেলবেলায়
তারা যে কোথায় যায়; কার কাছে যায়? সেই অপার্থিব
আবহমানের স্থির জ্যোতির্ময় কেমন নিঃসীম লগ্নে ঘটে;
Subscribe
0 Comments
Oldest