Sedin dujone kobita সেদিন দু-জনে – মন্দাক্রান্তা সেন
ঘুম ভেঙে যেই উঠেছি সদ্য, কামিনীগাছের আড়ালে
লাজুক নয়নে দ্বিধাভরা মুখে ঈশ্বর এসে দাঁড়ালেন
ঈশ্বর, তিনি ঈশ্বরই, তাকে কীভাবে চিনেছি জানি না
তখনও সূর্য ওঠেনি, রৌদ্র পড়েনি আমার আঙিনায়
আলাে নয়, শুধু আলাের আভাস, ভােরের শরীরে লজ্জা
এমন সময়ে ঈশ্বর একা এলেন আমার দরজায়
এলােমেলাে চুল, আলুথালু জামা, বহুবছরের অবসাদ
চোখের তলায় বিছিয়ে রয়েছে, সেই চোখ দেখে সহসা
মনে হল তিনি সুন্দর, আমি এত রূপ আগে দেখিনি
মুগ্ধতাটুকু বুঝে ফেলে মুখ নামিয়ে নিলেন তখনই
কেশে উঠলেন অস্বস্তিতে এবং কাশতে কাশতেই
দরজার পাশে নিচু সিঁড়ি ঘেঁষে বসে পড়লেন আস্তে
তখনও ভােরের কুয়াশা কাটেনি পাঁচিলের ধারে জংলায়
ঈশ্বর আর আমার মধ্যে শুরু হল সেই সংলাপ…
যা অতি মধুর, অথচ গােপন, সে কথা লিখিনি কাব্যে
লিখে দিলে হায়, তিনি যে আমার অবিশ্বাসিনী ভাববেন…