Protitulona Premer Kobita By Al Mahmoud – প্রতিতুলনা – আল মাহমুদ (প্রেমের কবিতা)
আমার উদ্ভাবনার টেবিল জুড়ে তােমার আনাগােনা। আঙুল
নড়ছে আর ফুটো হয়ে যাচ্ছে উপমা। আমি পারি না
তবুও চায়ের কাপের সাথে, পারি না, তবুও ফুলদানীর কাছে
সিদ্ধ ডিমের সাথে তােমার মুখকে রাখলাম।
মাংস রান্না হচ্ছে, শিশুদের চোখে খুশী। বলবাে না যে
গ্যাসের মীলাভ শিখার সাথে তােমাকে এক করা যেতাে।
নদীর সাথে ? না। পাখি কিম্বা গােলাপও নয়।
তার চেয়ে এসাে শাে-কেসে মদিনার কাসার কারুময়
পাত্রটিতে তােমার ভেজা মুখকে সাবধানে বসিয়ে দিই।
সমুদ্রের কথা আমি কেন ভাবতে যাব। কেন বলব যে
পুঞ্জীভূত মেঘমালা তােমকে অতিক্রম করে গেলাে।
কেন যাবাে উত্তরের বাতাস দক্ষিণে ফিরিয়ে আনতে, না।
দেখাে একটি বিমান মেঘের নির্লিপ্ততাকে ছাড়িয়ে
রানওয়ের দিকে কাত হয়েছে। তােমার বাঁকানাে
গ্রীবাকে এইভাবে বর্ণনা করা যায়। যায় নাকি ?
একদিন দিল্লীর পুরানাে কিল্লার মস্তক ছুঁয়ে
সূর্য ডুবে গেলে আমি খাটি বিদেশীর মতাে আকাশের
লাল আভাকে রক্তের মধ্যে লুকিয়ে ফেললাম।
এখন এই বৈদিক বর্ণচ্ছটাকে কি করে বলি যে
নারীর কণ্ঠদেশ হও?