Provate ekkhani chobi kobita : প্রভাতে এক খানি ছবি – মৃণালিনী সেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

             ( ১ )

প্রতিদিন আগেকারি মত
ঘুম ভাঙ্গে প্রভাতে যখন ;
ব্যাকুল নয়নে চারিদিকে
কারে যেন করি অন্বেষণ।

কে যেন গো ছিল এক দিন,
আর না দেখিতে পাই তায় ;
খুঁজিবার তরে রেখে মোরে
কে জানে সে গিয়েছে কোথায়।

              ( ২ )

প্রতিদিন ঘুমঘোর চোখ—
মেলি, যেন দেখিতে কাহায় ;
যারে খুঁজি পাই না তো তারে,
এক খানি ছবি শুধু, হায়!—

প্রথমেই চোখে পড়ে মোর।
সে সৌম্য প্রশান্ত মূরতিরে,—
আধ আলো আধের আঁধারে,
প্রণিপাত করি নতশিরে।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।