Amar otit kobita lyrics poetry : আমার অতীত – মৃণালিনী সেন
আমার অতীত! আর আসিবে না ফিরে ?
দেখিব না সে মধুর মুখ আর – ফিরে ?
এখন ভাবিতে হবে শুধু কি স্বপন-
সে সব অতীত কথা ? এ এবোধ মন-
অতীতের সুখস্মৃতি পারে না বলিতে
মিথ্যা শুধু ; – পারে না যে স্বপন ভাবিতে।
কেমনে পারিবে ? সবি জ্বলন্ত অক্ষরে
লেখা যে রয়েছে হৃদয়ের স্তরে স্তরে!
মুছিবে না এ লেখা তো থাকিতে জীবন,
অতীতে কেমনে তবে ভাবিব স্বপন!
জীবনে অতীতই শুধু সুখদ আমার ;
এ জগতে যদি দেখা নাহি পাই আর,-
তাহারই মধুর ধ্যানে কাটাব জীবন।
আমার অতীতই সত্য,- সে নয় স্বপন!
দেখিব না সে মধুর মুখ আর – ফিরে ?
এখন ভাবিতে হবে শুধু কি স্বপন-
সে সব অতীত কথা ? এ এবোধ মন-
অতীতের সুখস্মৃতি পারে না বলিতে
মিথ্যা শুধু ; – পারে না যে স্বপন ভাবিতে।
কেমনে পারিবে ? সবি জ্বলন্ত অক্ষরে
লেখা যে রয়েছে হৃদয়ের স্তরে স্তরে!
মুছিবে না এ লেখা তো থাকিতে জীবন,
অতীতে কেমনে তবে ভাবিব স্বপন!
জীবনে অতীতই শুধু সুখদ আমার ;
এ জগতে যদি দেখা নাহি পাই আর,-
তাহারই মধুর ধ্যানে কাটাব জীবন।
আমার অতীতই সত্য,- সে নয় স্বপন!
Subscribe
0 Comments
Oldest