Tor ki kono tulona hoy : তোর কি কোনো তুলনা হয় ? – বীরেন্দ্র চট্টোপাধ্যায়
তোর কি কোনো তুলনা হয় ?
তুই
চোখ বুজলে হিম সাগর, চোখ মেললে অনন্ত নীল আকাশ!
বুকের মধ্যে সমস্ত রাত তুষারে ঢাকা পাহাড়
সমস্ত দিন সূর্য ওঠার নদী . . .
তোর কি কোনো তুলনা হয় ?
তুই
ঘুমের মধ্যে জল ভরা মেঘ, জাগরণে জন্মভূমির মাটি!
তুই
চোখ বুজলে হিম সাগর, চোখ মেললে অনন্ত নীল আকাশ!
বুকের মধ্যে সমস্ত রাত তুষারে ঢাকা পাহাড়
সমস্ত দিন সূর্য ওঠার নদী . . .
তোর কি কোনো তুলনা হয় ?
তুই
ঘুমের মধ্যে জল ভরা মেঘ, জাগরণে জন্মভূমির মাটি!
Subscribe
0 Comments
Oldest