Sobder jhornay snan kobita : শব্দের ঝর্ণায় স্নান – শক্তি চট্টোপাধ্যায়
কালো পাথরের কোলে জল ও দুধের শব্দ ঝরে পড়ে, ছিন্নভিন্ন ফেনা
কোটরে হৃদয়ে জমে, স্থিরচিত্র বিংশশতাব্দীর
তরুণ কবির রক্ত, স্মৃতি, মেধা, তছনছ সংসার
বিষের মতন বদ্ধ শব্দ আসে মুক্তস্রোত থেকে
সেখানে সে-গর্তে ওঠে শরবন, ভাসে গুঁড়ো পানা
প্রতিষ্ঠান এইভাবে শিল্পের সংস্রবে সাড়া দেয়
অর্থ দেয় – টাকাসিকি, সম্বর্ধনা, তামার ফলকে
ছেনি দেগে নাম লেখে – এবং দেয় ঘা পচনের
আগুপিছু অর্ধসত্য
শব্দের ঝর্ণায় ওরা স্নান করে আকাশের নিচে
এই তার বনাঞ্চল, এইখানে সুখের বসতি
সুন্দর এখানে একা নয়, আছে সমভিব্যাহারে
সম্পদে-বিপদে-সুখে কাজে অবসরে ঈআছে আলস্যে গভীর
কখনো-সখনো একা হেমন্তের পাতার আড়ালে
কিশোরবেলার ছেঁড়া ফ্রক, তাপ্পি মারা লাল জুতো –
এইসব সঙ্গে নিয়ে, বড়ো একা, কখনো-সখনো
শব্দের ঝর্ণায় ওরা স্নান করে আকাশের নিচে
তার কানে শব্দ নয়, চোখে আছে বিষাক্ত ভুবন
ভালোবাসা থেকে এক কৃমিকীট উঠেছে পাথরে
এবং বিমূঢ় হয়ে চেয়ে আছে, অসহ্য সুন্দর
কীটের প্রবৃত্তি থেকে কীর্তিনাশা অগ্নি জ্বলে দেখে
ভয় পায় দুঃখ পায় । অভিমান যেন সে শিশির
বাতাসে পাতার মতো ঝরে যায় শব্দের শিবিরে
একা একা
এইভাবে দুজনের দেখা মধ্যরাতে, শ্বাপদসংকুল বনে
শব্দের ঝর্ণায় স্নান করে ওরা আকাশের নিচে
উত্সব শুরু ও শেষ, শোলাফুল চাঁদোয়ায় হিম
চাঁদের মুখের দিকে চেয়ে থাকে, মনে পড়ে তারও
আর কোনো কাজ নেই –
‘এবারে অন্যত্র যেতে পারো’ ।