Harbola kobita Annadasankar Roy : হরবোলা – অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

সে সে অনেক দিনের কথা
লােকটা ছিল হরবােলা
যে খেলা সে দেখিয়ে গেল
কখনও কি যায় ভােলা !
বলল, বাবু, দেখবে মজা
ডাকব আমি এমন ডাক
যেথায় যত কাক রয়েছে
আসবে ছুটে সকল কাক।
এই বলে সে কা-কা রবে
ডাক ছাড়ল নকল সুরে
শুনল সে ডাক কাকেরা সব
কেউ বা কাছে কেউ বা দূরে।

অমনই তারা ছুটে এসে
বাধিয়ে দেয় কোলাহল
কোথায় যাব তখন আমি
চারদিকে যে কাকের দল।
লােকটা বলে, দেখলে, বাবু,
কাকের কেমন একতা-
মানুষের কাছে তাে নয়,
কাকের কাছে শেখাে তা।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।