Harbola kobita Annadasankar Roy : হরবোলা – অন্নদাশঙ্কর রায়
সে সে অনেক দিনের কথা
লােকটা ছিল হরবােলা
যে খেলা সে দেখিয়ে গেল
কখনও কি যায় ভােলা !
বলল, বাবু, দেখবে মজা
ডাকব আমি এমন ডাক
যেথায় যত কাক রয়েছে
আসবে ছুটে সকল কাক।
এই বলে সে কা-কা রবে
ডাক ছাড়ল নকল সুরে
শুনল সে ডাক কাকেরা সব
কেউ বা কাছে কেউ বা দূরে।
অমনই তারা ছুটে এসে
বাধিয়ে দেয় কোলাহল
কোথায় যাব তখন আমি
চারদিকে যে কাকের দল।
লােকটা বলে, দেখলে, বাবু,
কাকের কেমন একতা-
মানুষের কাছে তাে নয়,
কাকের কাছে শেখাে তা।
Subscribe
0 Comments
Oldest