Manush poem Annadasankar Roy : মানুষ – অন্নদাশঙ্কর রায়
ছােটলােক ছােটজাত যারা মুখে আনে
ছােটলােক ছােটজাত তারা নিজেরই
মুখে না বলুক যারা মনে মনে ভাবে
পরকে যা ভাবে তারা নিজেরাই তাই।
ধরায় আসে না কেউ ছােট-বড়াে হয়ে
যাবার বেলায় কেউ নয় ছােট-বড়াে
জীবন অমৃতময় বিধাতার বরে
দু’দিনের তরে এসে কেন বিষে ভরাে।
ছােটলােক ছােটজাত তারা নিজেরই
মুখে না বলুক যারা মনে মনে ভাবে
পরকে যা ভাবে তারা নিজেরাই তাই।
ধরায় আসে না কেউ ছােট-বড়াে হয়ে
যাবার বেলায় কেউ নয় ছােট-বড়াে
জীবন অমৃতময় বিধাতার বরে
দু’দিনের তরে এসে কেন বিষে ভরাে।
Subscribe
0 Comments
Oldest