Manush poem Annadasankar Roy : মানুষ – অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
 ছােটলােক ছােটজাত যারা মুখে আনে
ছােটলােক ছােটজাত তারা নিজেরই
মুখে না বলুক যারা মনে মনে ভাবে
পরকে যা ভাবে তারা নিজেরাই তাই।
ধরায় আসে না কেউ ছােট-বড়াে হয়ে
যাবার বেলায় কেউ নয় ছােট-বড়াে
জীবন অমৃতময় বিধাতার বরে
দু’দিনের তরে এসে কেন বিষে ভরাে।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।