Moron Kobita Lyrics Kobita Singha : মরন – কবিতা সিংহ
বেশ কেমন হাল্কা নীল রঙের শার্ট পরেছে আকাশ
শার্ট মনে করতেই ছুট
বালির উপর দিয়ে ছুট ছুট ছুট
ছুটমনে করতেই সমুদ্র আঙুল
শাদা ফেনা নখে খামচে ধরা হলুদ সৈকত
আঙুল মনে করতেই চাঁপা গড়ন মরণ!
ঘড়ন মনে করতেই আঙুলে আঙুলে কথা বলা
কথা বলা মনে করতেই পুরন্ত ঠোঁট
ঠোঁট মনে করতেই হাসি -হাসি থেকে
চোখের নীলতারা
নীলতারা মনে করতেই আবার নীল শার্ট
নীলশার্ট মনে করতেই নীল আকাশ
নীল আকাশ মানেই বালির উপর
ছুট্ ছুট্ ছুট্
পায়ের ছাপ ফেলতে ফেলতে – মরণ
দুখানি অমল চরণ
চরণ মনে করতেই চুম্বন চুম্বন চুম্বন চুম্বন!
চুম্বন মনে করতেই নেমে আসা নীলতারা
জোড়াভুরু চোখ
দুভুরুর মাঝখানের ঘূর্ণি তিলের তিলক
নীলতারা নীলতারা মনে করতেই আকাশ
আকাশ মনে করতেই আবার নীল শার্ট
নীলশার্ট মনে করতেই কেবল বার বার
ঘুরে ফিরে, ফিরে ঘুরে আবার- আকাশ, আঙুল, চোখ, ছুট, হাসি, চরণ-আবার নীল শার্ট
মরণ।
শার্ট মনে করতেই ছুট
বালির উপর দিয়ে ছুট ছুট ছুট
ছুটমনে করতেই সমুদ্র আঙুল
শাদা ফেনা নখে খামচে ধরা হলুদ সৈকত
আঙুল মনে করতেই চাঁপা গড়ন মরণ!
ঘড়ন মনে করতেই আঙুলে আঙুলে কথা বলা
কথা বলা মনে করতেই পুরন্ত ঠোঁট
ঠোঁট মনে করতেই হাসি -হাসি থেকে
চোখের নীলতারা
নীলতারা মনে করতেই আবার নীল শার্ট
নীলশার্ট মনে করতেই নীল আকাশ
নীল আকাশ মানেই বালির উপর
ছুট্ ছুট্ ছুট্
পায়ের ছাপ ফেলতে ফেলতে – মরণ
দুখানি অমল চরণ
চরণ মনে করতেই চুম্বন চুম্বন চুম্বন চুম্বন!
চুম্বন মনে করতেই নেমে আসা নীলতারা
জোড়াভুরু চোখ
দুভুরুর মাঝখানের ঘূর্ণি তিলের তিলক
নীলতারা নীলতারা মনে করতেই আকাশ
আকাশ মনে করতেই আবার নীল শার্ট
নীলশার্ট মনে করতেই কেবল বার বার
ঘুরে ফিরে, ফিরে ঘুরে আবার- আকাশ, আঙুল, চোখ, ছুট, হাসি, চরণ-আবার নীল শার্ট
মরণ।
Subscribe
0 Comments
Oldest