Din bangla kobita lyrics : দীন – কবিতা সিংহ
আমি আজ নত হতে চাই
নত হতে চাই এই পথের ধুলার মধ্যে
দীনাতিদীনের মত_
মত নয়, দীন অতি দীন!
নত হতে চাই এই পথের ধুলার মধ্যে
দীনাতিদীনের মত_
মত নয়, দীন অতি দীন!
কি পায় তাহারা? যারা মুখে অত শান্তি নিয়ে
হেঁটে যায় সন্তর্পণ
কি চায় তাহারা যারা কোনওদিন পুজোর খুশিতে
প্রসন্ন ভীড়ের স্রোত ঈর্ষা করেনি?
একবার ধুলো মেখে নিলে, একবার পথ
একবার রগড়ালে পথের পাথরে মুখ,_ ‘ঈশ্বর, ঈশ্বর’
দেখো বৃথা দিন যায়_ দিন যায় দিন
সেইসব মানুষেরা যাদের ক্রন্দন ঘোরে শূন্যে শূন্যে
কোনও তারহীন
আমি কি তাঁদেরও পায়ে, তাঁদেরও চরণ রজে
রজের ভিতরে নত হয়ে এজীবনে, কখনও, কোনওদিন
জানবো না, কাকে বলে দীনাতিদীনেরও চেয়ে দীন?
Subscribe
0 Comments
Oldest