Akash kobita lyrics Kobita Singha : আকাশ – কবিতা সিংহ
আমি বাঁচার জন্য তােমাকে চাই হে!
আকাশ হে, – তুমি যে হও সে হও!
তুমি এত নীল!
মেঘ হলে, ভিতরে ভিতরে
যত পাল সব ফুলে ওঠে
আমার সমস্ত হাড়ে ঘষে খাও বজ্রের চুম্বক
ভিতরে ডায়নামাে এত ধ্বক্ ধ্বক্ করে!
তারার মেডেল বুকে দাঁড়িয়ে রয়েছ
চিতিয়ে রয়েছে বুকখানি
একদিকে অরুন্ধতী অন্যদিকে জ্বলছে এযা ড্রোমিডা
ছায়াপথ ধরে আমি একদিন ঠিক চলে যাবাে
যেখানে মন্থন-দন্ড ঘুরিয়ে ঘুরিয়ে তুমি
অজস্র তারার জন্ম দাও
আমি চাই বাঁচার আকাশ
এই মর্ত মত্তিকায় আমি চাই আকাশ আকাশ!!
Subscribe
0 Comments
Oldest