সাক্ষাৎকার আবার সাক্ষাৎকার (২) – প্রভাত চৌধুরী
সরু আলপথের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় জানা গেল
মানুষের পায়ের নীচে ঘােড়ার খুরের মতাে দুটি স্বার্থপর খুর আছে।
অথচ অশ্বখুরাকৃতি হ্রদের পাশে কোনাে আলপথ নেই, কোনাে ঝিঙে-
নেই। আরাে জানা গেল জ্যোৎস্না উঠলে
কোনাে কোনাে মানুষের চোখের মণিতে নীলপদ্ম ফোটে,
এবং সেই পদ্মগন্ধে নীলপরি নামে।
সরু আলপথ তার চোখে বাইনােকুলার লাগিয়ে
নীলপরিদের দেখে, নীলপদ্মকেও। তার কানে শ্রবণযন্ত্র না থাকায়
নীলপরিরা নীলপদ্মদের কী বলে সেটা জানা গেল না।
মানুষের পায়ের নীচে ঘােড়ার খুরের মতাে দুটি স্বার্থপর খুর আছে।
অথচ অশ্বখুরাকৃতি হ্রদের পাশে কোনাে আলপথ নেই, কোনাে ঝিঙে-
নেই। আরাে জানা গেল জ্যোৎস্না উঠলে
কোনাে কোনাে মানুষের চোখের মণিতে নীলপদ্ম ফোটে,
এবং সেই পদ্মগন্ধে নীলপরি নামে।
সরু আলপথ তার চোখে বাইনােকুলার লাগিয়ে
নীলপরিদের দেখে, নীলপদ্মকেও। তার কানে শ্রবণযন্ত্র না থাকায়
নীলপরিরা নীলপদ্মদের কী বলে সেটা জানা গেল না।
Subscribe
0 Comments
Oldest