Sankaravaran kobita poetry : শঙ্করাভরণ – অমিয় চক্রবর্তী
ফেলাে ছায়া
ফেলো রঙ কবিতার কাঁচে
রঙীন আগুনী কাঁচে
ঘন মায়া, ঘন মায়া।
কাঠের সবুজি দীপে গাছ,
এলের আলাের নীলে মাছ,
শাঁখে সাদা ছায়া নাচে
হলুদে বালির নাচে,
দ্রুত বাঁচে
আমার কথার কাঁচে।।
কখন চোখের নীচে পৃথিবী ছায়া সে
মুখর আদিম ত্রাসে
বাদামী মাঠের আকাশে।
ঘর, ঢং ঢং, কত রঙ,
গান ভাঙা দুর শহরের রঙ,
জন্মজীবন ভাঙা
কথা রাঙা
ঝেড়াে সূর্যের কায়া।
ঘন মায়া, ঘন মায়া।
Subscribe
0 Comments
Oldest