Brishti kobita poem lyrics : বৃষ্টি – অমিয় চক্রবর্তী
অন্ধকার মধ্যদিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে ।।
বৃষ্টি ঝরে রুক্ষ মাঠে, দিগন্তপিয়াসী মাঠে, স্তব্ধ মাঠে,
মরুময় দীর্ঘ তিয়াষার মাঠে, ঝরে বনতলে,
ঘনশ্যামরােমাঞ্চিত মাটির গভীর গৃঢ় প্রাণে
শিরায় শিরায় স্নানে, বৃষ্টি ঝরে মনের মাটিতে।
ধানের ক্ষেতের কঁাচা মাটি, গ্রামের বুকের কাঁচা বাটে,
বৃষ্টি পড়ে মধ্যদিনে অবিরল বর্ষাধারাজলে ।
যাই ভিজে ঘাসে ঘাসে বাগানের নিবিড় পল্লবে
স্তম্ভিত দীঘির জলে, স্তরে স্তরে, আকাশে মাটিতে।
অন্ধকার বর্ষাদিনে বৃষ্টি ঝরে জলের নির্ঝরে
গতির অসংখ্য বেগে, অবিশ্রাম জাগ্রত সঞ্চারে, স্বপ্নবেগে
সঞ্চলিত মেঘে, মাঠে, কম্পিত মাটির অনুপ্রাণে
গেরুয়া পাথরে জলে পড়ে, অরণ্য তরঙ্গশীর্ষে, মাঠে-
ফিরে নামে মর্মজল সমুদ্রে মাটিতে।
বৃষ্টি ঝরে ॥
মেৰে মাঠে শুভক্ষণে ঐক্যধারে।
বিদ্যুতে
আগুনে
ঘূর্ণঝড়ে
সৃজনের অন্ধকারে বৃষ্টি নামে বর্ষাজলধারে।
রচিত বৃষ্টির পারে, রৌদ্র মাটি, রুদ্র দিন দূর
উদাসীন মাঠে মাঠে আকাশেতে লগ্নহীন সুর।