Goto purnimay kobita গত পূর্ণিমায় – উৎপল কুমার বসু
জ্যোৎস্না এখানে নেই। তাকে কাল হাই-ইস্কুলের
পােড়ো বারান্দার পাশে দেখা গেছে। সে তার পুরনাে
আধােনীল শাড়িটি বিছিয়ে ঐখানে শুয়েছিল।
‘তুমি কোন্ ঘর ছেড়ে এলে? কোন দুঃখে? কোথায় চলেছ?’
কে যেন শুধালাে তাকে। তার অস্ফুট উত্তর
হাজার ডানার শব্দে, নামতা-পড়ার শব্দে, নিরুত্তরে
চাপা পড়ে গেল-
ইস্কুলের বুড়াে ঘন্টি পাগল-ঘণ্টির মতাে বারবার আমাকে জানালাে
‘এখন সময় নয়। এত আগে কেউ কি এসেছে?
Subscribe
0 Comments
Oldest