Chup kore achi tai kobita lyrics : চুপ করে আছি তাই – সুনীল গঙ্গোপাধ্যায়
চুপ করে আছি তাই
সে ভেবেছে, চুপ করে আছি তাই সকলি মেনেছি
সে জানে না, কোন তমসার পারে বাঁধা আছে তাঁবু
সে ভেবেছে, বকুল তলায় যাকে নিত্য দেখা যায়
সে কখনো দুপুর রোদ্দুরে আর একা বেরুবে না
সে ভেবেছে, জীবন দিয়েছে যাকে হলদে ঝুমঝুমি
খেলা ঘরে যার বেলা টুকিটাকি সান্ত্বনা পেয়েছে
সে কখনো দেখবে না, দুহাতের সোনালি শৃঙ্খল!
সে জানে না, নদী প্রান্তে যে আছে সে চেনে সর্বনাশ!
সে জানে না, কোন তমসার পারে বাঁধা আছে তাঁবু
সে ভেবেছে, বকুল তলায় যাকে নিত্য দেখা যায়
সে কখনো দুপুর রোদ্দুরে আর একা বেরুবে না
সে ভেবেছে, জীবন দিয়েছে যাকে হলদে ঝুমঝুমি
খেলা ঘরে যার বেলা টুকিটাকি সান্ত্বনা পেয়েছে
সে কখনো দেখবে না, দুহাতের সোনালি শৃঙ্খল!
সে জানে না, নদী প্রান্তে যে আছে সে চেনে সর্বনাশ!
Subscribe
0 Comments
Oldest