Moder gorob moder asha lyrics মোদের গরব, মোদের আশা কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Moder gorob moder asha kobita lyrics মোদের গরব, মোদের আশা কবিতা

 

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা!

কী যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,

(এমন কোথা আর আছে গো!)

গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।।

ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,

(মরি হায়, হায়রে!)

আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা।।

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন :

(আরও কত মধুপ গো!)

ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা।।

বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে!

(গরব কোথায় রাখি গো!)

তোমার চরণ-তীর্থে আজি জগৎ করে যাওয়া-আসা।।

ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা, মা’ ব’লে ;

ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হ’লে কাঁদা হাসা।।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।