Bisorjoner por kobita lyrics poetry : বিসর্জনের পর – কবিতা সিংহ
বিসর্জনের পর বুঝেছি জেনেছি
একদিন পুজো হয়েছিলো।
আজ তাই অন্ধকারে ফিরে ফিরে
অকাল বোধন।
একদিন পুজো হয়েছিলো।
আজ তাই অন্ধকারে ফিরে ফিরে
অকাল বোধন।
তারপর চোখ চুল হাসি কথা
টুপটাপ অন্ধকারে ফেলে
বাড়তি আত্মার কাছে জেনে নিই
কাকে বিসর্জন?
জেনে নিই কে কার প্রতিমা।
Subscribe
0 Comments
Oldest