Unmochon poem lyrics উন্মােচন কবিতা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
চিন্তায় কেটেছে দিন, রাত্রি ভয়ে। সমস্ত হৃদয়
নিরুচ্চার প্রার্থনায় ঢেলে
জনাকীর্ণ সকালে কি নির্জন বিকেলে
বলেছি তখন-
তােমাকে হারাতে পারি, এই তীক্ষ্ণ সর্বনাশা ভয়
থেকে তুমি মুক্তি দাও আমাকে কোথাও কোনােকালে
যেয়াে না যেয়াে না তুমি। যদি যাও, মন
বাঁচবে না তােমাকে হারালে।
এ-ভয় তােমারাে। আর তােমারাে শয্যায় তাই ঘুম
নামে না, তােমারাে মন হারাই-হারাই
এই ভয় রাত্রিদিন। তাই
যত দূরে যাও তুমি, তবু শতছলে
আবারাে ফিরতে হয়, তাই তীব্র ক্রোধের কুঙ্কুম
মুছে যায় বারবার কান্নার কাজলে।
যে-দুঃখ আমাকে দাও, নিজে তারই যন্ত্রণায় জ্বলো
সারাক্ষণ। দিনে আর রাতে
যত না আঘাত হানাে, আমি সেই আঘাতে আঘাতে
হয়েছি বিমুক্তভয়, আর
চিনেছি তােমাকে।… তুমি মৌন ছলােছলাে
কালাে মেঘ সন্ধ্যার আকাশে,
যে-মেঘ পৃথিবী থেকে ঢের দূরে গিয়েও আবার
অশ্রুর আবেগে ফিরে আসে।