Sohoj Sundori Kobita By Kobita Singha : সহজ সুন্দরী – কবিতা সিংহ
চোখে যদি মন ফোটালে
মনে কেন চোখ দিলে না
বদলে তার বদলে
লজ্জায় ভুঁয়ে নােয়ালে ।
লজ্জায় ভুঁয়ে নােয়ালে
তবু কেন ছেড়ে দিলে না
বদলে তার বদলে
দুনিয়ায় বেঁধে ঘােরালে ।
দুনিয়ায় বেঁধে ঘােরালে
কালা মুখ ঢেকে দিলে না
বদলে তার বদলে
রক্তে প্রেমের বিষ মেশালে ।।
রক্তে প্রেমের বিষ মেশালে
বিষে কাল ঘুম দিলে না
বদলে তার বদলে
চোখে মন ফুটিয়ে দিয়ে
আঁজলায় যাচ্ না দিয়ে
বুকে কানা হৃদয় দিয়ে
দুনিয়ায় বেঁধে ঘোরালে
দুনিয়ায় বেঁধে ঘোরালে।
Subscribe
0 Comments
Oldest