Kobita lal golaper birudhe : লাল গােলাপের বিরুদ্ধে – পিনাকী ঠাকুর
স্বপ্নে পাওয়া চুম্বনের ক্ষত
গল্পে পড়া পুরানা পল্টন
একশাে তিয়াত্তর টাকা, খুচরাে কিছু বাতিল কয়েন
হঠাৎ দুপুরবেলা তােমার আকাশে একটু বর্ষাকে পাঠানাে
সব্জিবিক্রেতার মুখে, ট্রামে বাসে পাওয়া কবিতার দু’এক লাইন
ক্যামেরায় রাষ্ট্রীয় সন্ত্রাস
যে বিয়ে হল না সেই বিয়ের ছাপানাে চিঠি হলুদে ছোয়ানাে
সবই রেখে চলে যাচ্ছি
শেষ যুদ্ধ ওই লাল গােলাপের দুর্গে, তুমি আজ
পাপড়ি খুলে দাও, মধুবন !
Subscribe
0 Comments
Oldest