Mukto ene dao, chand pere dao kobita মুক্তো এনে দাও, চাঁদ পেড়ে দাও কবিতা
Bangla premer kobita, Mukto ene dao chand pere dao written by Urdu poet Jamshed Mashrur বাংলা প্রেমের কবিতা, মুক্তো এনে দাও, চাঁদ পেড়ে দাও লিখেছেন উর্দু কবি জামসেদ মসরুর।
মুক্তো এনে দাও, চাঁদ পেড়ে দাও
এমন অকারণ স্বপ্ন কখনাে দেখিনি আমি ।
মৌনমধুর শরৎ এসে দুয়ারে দাঁড়িয়ে রয়েছে
আমার গুলবাগের গােলাপগুলি কি ফুটবে না ?
আমার মেঘেদের বন্ধু হল বাতাস
ওরা কি বৃষ্টি ঝরাবে না ?
ওরা মিশে গেছে ভেসে যাওয়া মেঘের ভেলায়
আমার চঞ্চল স্বপ্নের সাথে।
তােমার ঠোটে চুমাে দিতে ঝড় নামে।
উড়ে যায় আমার প্রজাপতিদের সাথে।
আমার প্রিয়ার ছবি ধরে রাখ, ও আমার জলভরা ঘট,
তুমিই আমার আয়না
এখনাে সেই একই ভাগাভাগি, নদীটি তােমার
আর মরীচিকাটি আমার
যখন আমার প্রিয়া অনন্তের দিকে চায়
আমিও অনন্তরূপে তার সামনে আসি
ওগাে মানুষ, যা আমি বলি সবই যে প্রকৃত মিথ্যা
আমার জয় বিজয় আমার বিপ্লব সবই।
একইভাবে সব আটক হয়ে চলেছে
আমার পছন্দগুলিও যাচ্ছে গরাদের পিছনে।